Home » অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা কর
অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ,

অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা কর

by Susmi
0 comment

অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ

দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের নিমিত্তে চুক্তি ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। ব্যবসায়ের প্রকৃতি ও অংশীদারদের দায়-দায়িত্বের ভিত্তিতে একে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। নিম্নে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ দেখানো হলো:

১. সাধারণ অংশীদারি ব্যবসায়

যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায়-দায়িত্ব সীমাহীন এবং ব্যবসায়ের যাবতীয় দেনার জন্য সকল অংশীদাররা যৌথ ও ব্যক্তিগতভাবে দায়ী থাকে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।

অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহ আলোচনা কর

সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারের সংখ্যা ২ জন থেকে ২০ জন এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে ২ জন থেকে ১০ জন। এরূপ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক অংশীদারেরই সমান অধিকার থাকে। তবে সকল অংশীদারের পক্ষে এক বা দু’জনের দ্বারা ব্যবসায় পরিচালিত হয়। সাধারণ অংশীদারি ব্যবসায় আবার দু’প্রকার হয়ে থাকে। যথা-

(ক) বিশেষ অংশীদারি ব্যবসায়

যে অংশীদারি ব্যবসায় কোনো বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশে বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় এবং উক্ত কাজ সম্পাদিত হলে বা নির্দিষ্ট সময় শেষ হলেই ব্যবসায়ের অবসান ঘটে তাকে বিশেষ অংশীদারি ব্যবসায় বলে। বিশেষ অংশীদারি ব্যবসায় আবার দু’প্রকার। যথা-

i. নির্দিষ্ট কাজের অংশীদারি ব্যবসায় ও

ii. নির্দিষ্ট সময়ের বা মেয়াদের অংশীদারি ব্যবসায়;

(খ) ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়

যে অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় না অথবা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়ে উক্ত সময় অতিবাহিত হবার পরও ব্যবসায় চলতে থাকে অথবা নির্দিষ্ট কোনো কাজের জন্য গঠিত হয়ে উক্ত কাজ শেষ হয়ে যাবার পরও ব্যবসায় চলতে থাকে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি আলোচনা কর

২. সীমিত অংশীদারি ব্যবসায়

যে অংশীদারি ব্যবসায়ে এক বা একাধিক অংশীদারের দায় সীমাবদ্ধ থাকে তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। এ জাতীয় অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম পক্ষে একজন অংশীদারের দায় বাধ্যতামূলকভাবে সীমাবদ্ধ থাকে। এ ব্যবসায়ে দু’ধরনের অংশীদার থাকে। যথা-

(ক) সাধারণ সীমিত অংশীদার ও

(খ) সীমিত অংশীদার।

উপসংহার

অংশীদারি ব্যবসায় অত্যন্ত পুরাতন ব্যবসায় সংগঠন। আর এ সংগঠন সাধারণত উপরোক্ত কয়েক প্রকার হয়ে থাকে।

Related Posts