Home » আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য বাংলায়
আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য

আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য বাংলায়

by Susmi
0 comment

আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য জানা থাকলে বিভিন্ন রচনা প্রতিযোগিতায় আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। তাছাড়া নিজের গ্রাম সম্পর্কে সকল তথ্য জেনে টানা ৫-৬ মিনিট নিজের গ্রাম সম্পর্কে বলতে পারাও বেশ গর্বের বিষয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি ‍পর্যন্ত ইংরেজি ও বাংলা উভয় অংশেই আমাদের গ্রাম সম্পর্কে একটি রচনা অবশ্যই থাকে। তাই আসুন আজ জেনে নিই আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য।

আমাদের গ্রাম নিয়ে লেখার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি কমন বাক্য প্রতি গ্রামের রচনা কিংবা অনুচ্ছেদে দেখে থাকি। যেমন- বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে দিঘী, পুকুর, খাল-বিল ইত্যাদি আছে। কৃষকদের গোলা ভরা ধান রয়েছে। চারিদিকে মাঠ জুড়ে পাকা ধানের সৌন্দর্য রয়েছে। রয়েছে চোখ জুড়ানো বিভিন্ন ফসলে ভরা ক্ষেত। আরো রয়েছে গ্রামের সহজ সরল নারীদের মনখোলা আড্ডা, মাঠে মাঠে বাচ্চাদের খেলা-ধুলা। গ্রামীণ খেলাধুলার দৃশ্য হোক কিংবা চায়ের দোকানে গ্রামের বয়ো-বৃদ্ধদের আড্ডা সবকিছুই আমরা প্রায় প্রত্যেকটি গ্রামেই দেখতে পাই। তাই আমাদের গ্রাম নিয়ে রচনা লেখার ক্ষেত্রে আমরা প্রায় সব রচনাতেই এই কমন বাক্যগুলো ব্যবহার করে থাকি। আপনার বেড়ে উঠা যদি শহরাঞ্চলে হয়ে থাকে তবে গ্রামের এই সৌন্দর্য দেখার সৌভাগ্য আপনার হয় নি। তবে কোন চিন্তা নেই। আমরা আজ এমন কয়েকটি কমন বাক্য এখানে শেয়ার করবো, যেগুলো শহর কিংবা গ্রামের যে কেউই অনায়াসে এসমস্ত তথ্য আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য হিসাবে বাংলাদেশের যেকোনো গ্রাম নিয়ে লেখার সময় ব্যবহার করতে পারবেন ৷ 

সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য লেখ

আমাদের গ্রামের পরিচিতি কি? 

সাধারণত গ্রামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি শহর থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সব ধরণের সুযোগ-সুবিধার দিক দিয়ে শহর থেকে অনেকটা পিছিয়ে থাকে গ্রাম। দেশের বড় বড় শহর কিংবা রাজধানী থেকে অনেক দূরে হয়ে থাকে এসমস্ত গ্রাম। গ্রামের রাস্তাঘাটও শহরের তুলনায় অনেক অনুন্নত হয়ে থাকে। কিছু কিছু গ্রামের রাস্তাঘাট তো ব্যবহারেরও অনুপযুক্ত হয়ে থাকে। তবে বর্তমান বাংলাদেশ সরকারের অবদানে গ্রামের চিত্র এখন অকল্পনীয় পরিবর্তন হয়েছে। বর্তমানে প্রায় প্রত্যেকটি গ্রামের রাস্তার উন্নয়ন থেকে শুরু করে গ্রামবাসীদেরও উন্নতি ঘটেছে। প্রায় প্রতিটি গ্রামে এখন বিদ্যুৎ সুবিধা চলে এসেছে। গ্রামে গ্রামে স্কুল, কলেজ তৈরি হয়েছে। তাই বলা যায় গ্রামের চিত্র এখন অনেক পরিবর্তন হয়েছে।

ইংলিশে দুর্বলদের জন্য: সাইফুল ইসলাম - Englishe durbolder jonno English  Therapy: Saiful Islam

TK. 499

আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য 

গ্রাম মানেই প্রশান্তির জায়গা। তার উপর নিজের গ্রাম হলে তো, সেক্ষেত্রে আর কোনো কথাই থাকে না। অপরিচিত কারো সাথে কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় বা পরীক্ষায় আমাদের গ্রাম নিয়ে লিখতে গেলে জেনে রাখা প্রয়োজন আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য। এগুলো হলো: 

  1. আমাদের গ্রামের নাম হলো (নিজের গ্রামের নাম)। যেমন- আমাদের গ্রামের নাম ভাগলপুর।
  2. আমাদের গ্রামের মোট আয়তন প্রায় (গ্রামের পরিমাপ)। যেমন- আমাদের গ্রামের মোট আয়তন প্রায় ২৩৪ বর্গ কি.মি.।
  3. আমাদের গ্রামের জনসংখ্যা বর্তমানে (গ্রামের জনসংখ্যা) জন। যেমন- আমাদের গ্রামের জনসংখ্যা বর্তমানে ৬৭০ জন।
  4. আমাদের গ্রামে সবচেয়ে বেশি (অমুক) পেশাজীবির মানুষ বসবাস করে। যেমন- আমাদের গ্রামে সবচেয়ে বেশি কৃষি পেশাজীবির মানুষে বসবাস করে।
  5. গ্রামে (স্কুল সংখ্যা) টি স্কুল এবং (কলেজ সংখ্যা) টি কলেজ রয়েছে।(যদি বিশ্ববিদ্যালয় থাকে তবে তাও উল্লেখ করতে হবে)। যেমন- গ্রামে ২ টি স্কুল ও ১ টি কলেজ রয়েছে।
  6. আমাদের গ্রামের প্রতিটি মানুষ বেশ সহজ সরল, অতিথিপরায়ণ এবং সহানুভূতিশীল।
  7. আমাদের গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চললে মনে এক ভিন্ন রকম আনন্দের অনুভূতি কাজ করে।
  8. আমাদের গ্রামে প্রতি সপ্তাহে (অমুক) বারে বাজার বসে। যেমন- আমাদের গ্রামে প্রতি সপ্তাহে শনিবারে বাজার বসে।
  9. আমাদের গ্রামে (মসজিদ, মন্দিরের সংখ্যা) আছে। যেমন- আমাদের গ্রামে ২ টি মসজিদ ও ১ টি মন্দির আছে।
  10. আমি আমার গ্রামকে এবং গ্রামের প্রতিটি মানুষকে অনেক বেশি ভালোবাসি।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

আমাদের গ্রাম অনুচ্ছেদ কিভাবে লিখবো? 

আমাদের দেওয়া উপরোক্ত আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য মনোযোগ সহকারে পড়ে নিন, তাহলে আশা করি আপনি খুব সহজেই আমাদের গ্রাম অনুচ্ছেদ লিখতে পারবেন। তবে অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে আপনাকে উপরোক্ত তথ্যগুলো পয়েন্ট আকারে না লিখে সব বাক্যগুলো অনুচ্ছেদ আকারে লিখতে হবে। এক্ষেত্রে আপনাকে তেমন কিছুই করতে হবে না, শুধু নিজের গ্রাম সম্পর্কে সমস্ত তথ্য আমাদের দেওয়া বাক্যগুলোর মত করে অনুচ্ছেদ আকারে লিখলেই হবে।

আমাদের গ্রাম কবিতার মূলভাব কি? 

বন্দে আলী মিয়া রচিত আমাদের গ্রাম কবিতার মূলভাব হলো গ্রামের সৌন্দর্য। এই কবিতায় শুধু গ্রামের সৌন্দর্য নিয়েই আলোচনা করা হয় নি। এতে গ্রামের সৌন্দর্যের পাশাপাশি গ্রামের মানুষদের মাঝে থাকা একে অপরের প্রতি সহানুভূতির কথাও আলোচনা করা হয়েছে। এই কবিতাই ফুটে উঠেছে কিভাবে গ্রামের সব বয়সী মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে। তাছাড়া এই কবিতায় আরো মাঠভরা ধান, দিঘী, গাছপালার কথা উল্লেখ করে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

উপসংহার

বিভিন্ন রচনা প্রতিযোগিতায় হোক কিংবা পরীক্ষার প্রশ্নের উত্তরে হোক আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য সঠিকভাবে সাজাতে পারলে আপনি নিজেকে অন্যদের থেকে বেশ অনেকটা এগিয়ে রাখতে পারবেন৷ তাছাড়া আমাদের দেশের মোট জনসংখ্যার ৭৬.৬৯% মানুষ যে গ্রামে বসবাস করছে সে গ্রাম সম্পর্কে তথ্য জেনে রাখা আমাদের সবার কর্তব্যও বটে।

আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য‘ বর্তমানে সরকারের অবদানে উন্নয়নের ছোঁয়া লাগা আমাদের প্রত্যেকটি গ্রাম এখন সবার কাছে হয়ে উঠেছে এক টুকরো সুখ ৷ আসুন আমরা সবাই এই পৃথক প্রশাসনিক কাঠামোই গড়ে তোলা এসব গ্রামের অভ্যন্তরীণ সৌন্দর্য বজাই রাখতে সাহায্য করি।

Related Posts