একমালিকানা ব্যবসায়
একজন মাত্র ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে একমালিকানা ব্যবসায় বলে। এ কারবারে মালিক নিজেই পুঁজি বিনিয়োগ করে। কাজেই যে ব্যবসায়ে মালিক একাই প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে ব্যবসায় পরিচালনা করেন, ঝুঁকি বহন করেন ও লাভ-লোকসানের দায়িত্ব গ্রহণ করেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে।
১. Kreitner (ক্রেটনার) ও তাঁর সহযোগীদের মতানুসারে, “যে ব্যবসায় সংগঠনের মালিক ব্যবসায়ের সমস্ত সম্পত্তির অধিকারী হয় এবং একাই সকল দেনার দায় বহন করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।”
২. গ্লস ও বেকার বলেন, “মুনাফার উদ্দেশে পরিচালিত এক ব্যক্তির মালিকানাধীন ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।”
৩. B.O. Wheeler (বি.ও.হুইলার) এর মতে “এক মালিকানা ব্যবসায় হলো এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক একজনমাত্র ব্যক্তি।”
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়? এ দায়িত্ব সমূহ কি কি? |
একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য
যেসব মৌলিক বৈশিষ্ট্যের জন্য শিল্প বিপ্লব, শোষণ মুক্তির সমবায় আন্দোলন ও সমাজতান্ত্রিক চেতনার রাষ্ট্রীয়করণের ঝড়- ঝাপটা পাড়ি দিয়ে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একমালিকানা ব্যবসায় অত্যন্ত জনপ্রিয়তার সাথে টিকে আছে। নিচে সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো:
১. সহজ গঠন প্রণালি
একমালিকানা ব্যবসায় সহজেই গঠন করা যায়। এটি গঠন করতে আইনগত কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে যে কোনো স্থানে যে কেউ এ ব্যবসায় আরম্ভ করতে পারেন।
২. একমালিকানা ব্যবসায়
এ ব্যবসায়ের মালিক একজন। তিনি সর্বেসর্বা সব রকম ঝুঁকি বহনকারী ও মুনাফার অধিকারী।
৩. আয়তন
সাধারণত এ ব্যবসায়ের আয়তন ছোট হয়। কোনো কোনো সময় অধিক পুঁজি বিনিয়োগ করে এ ধরনের মাঝারি আয়তনের ব্যবসায় প্রতিষ্ঠা করা হয়। তবে বাংলাদেশে একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত বৃহদায়তন ব্যবসায় নেই বললেই চলে।
৪. পুঁজি
খুব কম পুঁজিতেই এ ব্যবসায় শুরু করা যায়। মালিক নিজের তহবিল বা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিয়ে কারবারে পুঁজি সরবরাহ করেন।
৫. সত্তা
একমালিকানা ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই। মালিকের সত্তাকেই ব্যবসায়ের সত্তা বলা হয়।
৬. অসীম দায়
এ কারবারে মালিকের দায় অসীম। ব্যবসায়ের সব রকম দায়ের জন্য একমাত্র মালিক নিজেই দায়ী থাকেন।
৭. মুনাফা ও লোকসান
এ ব্যবসায়ের সব মুনাফা মালিক একাই ভোগ করেন এবং সব লোকসান মালিক নিজেই পূরণ করেন।
৮. বনেদি সংগঠন
প্রাচীনকাল থেকে এ ব্যবসায় সংগঠিত ও পরিচালিত হয়ে আসছে বলে এটি বনেদি সংগঠন হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর |
৯. সরকারি বিধিবিধানমুক্ত
আইনের সৃষ্টি নয় বলে এটি সরকারি যাবতীয় বিধিবিধানমুক্ত।
১০. একক ঝুঁকি
এ ব্যবসায়ের সব ঝুঁকি একমাত্র মালিককেই বহন করতে হয়।
১১. পরিচালনা, ব্যবস্থাপনা ও তদারকি
এ ব্যবসায়ের যাবতীয় কার্যক্রমের পরিচালনা, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও তদারকি প্রত্যক্ষভাবে মালিক নিজেই করেন।
১২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
এ ব্যবসায়ের মালিক তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।