Home » একমালিকানা ব্যবসায় কাকে বলে? একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো কি কি?
একমালিকানা ব্যবসায় কাকে বলে, একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, একমালিকানা ব্যবসায় কি,

একমালিকানা ব্যবসায় কাকে বলে? একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো কি কি?

by Susmi
0 comment

একমালিকানা ব্যবসায়

একজন মাত্র ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে একমালিকানা ব্যবসায় বলে। এ কারবারে মালিক নিজেই পুঁজি বিনিয়োগ করে। কাজেই যে ব্যবসায়ে মালিক একাই প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে ব্যবসায় পরিচালনা করেন, ঝুঁকি বহন করেন ও লাভ-লোকসানের দায়িত্ব গ্রহণ করেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

১. Kreitner (ক্রেটনার) ও তাঁর সহযোগীদের মতানুসারে, “যে ব্যবসায় সংগঠনের মালিক ব্যবসায়ের সমস্ত সম্পত্তির অধিকারী হয় এবং একাই সকল দেনার দায় বহন করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।”

২. গ্লস ও বেকার বলেন, “মুনাফার উদ্দেশে পরিচালিত এক ব্যক্তির মালিকানাধীন ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।”

৩. B.O. Wheeler (বি.ও.হুইলার) এর মতে “এক মালিকানা ব্যবসায় হলো এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক একজনমাত্র ব্যক্তি।”

ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়? এ দায়িত্ব সমূহ কি কি?

একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য

যেসব মৌলিক বৈশিষ্ট্যের জন্য শিল্প বিপ্লব, শোষণ মুক্তির সমবায় আন্দোলন ও সমাজতান্ত্রিক চেতনার রাষ্ট্রীয়করণের ঝড়- ঝাপটা পাড়ি দিয়ে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একমালিকানা ব্যবসায় অত্যন্ত জনপ্রিয়তার সাথে টিকে আছে। নিচে সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো:

১. সহজ গঠন প্রণালি

একমালিকানা ব্যবসায় সহজেই গঠন করা যায়। এটি গঠন করতে আইনগত কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে যে কোনো স্থানে যে কেউ এ ব্যবসায় আরম্ভ করতে পারেন।

২. একমালিকানা ব্যবসায়

এ ব্যবসায়ের মালিক একজন। তিনি সর্বেসর্বা সব রকম ঝুঁকি বহনকারী ও মুনাফার অধিকারী।

৩. আয়তন

সাধারণত এ ব্যবসায়ের আয়তন ছোট হয়। কোনো কোনো সময় অধিক পুঁজি বিনিয়োগ করে এ ধরনের মাঝারি আয়তনের ব্যবসায় প্রতিষ্ঠা করা হয়। তবে বাংলাদেশে একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত বৃহদায়তন ব্যবসায় নেই বললেই চলে।

৪. পুঁজি

খুব কম পুঁজিতেই এ ব্যবসায় শুরু করা যায়। মালিক নিজের তহবিল বা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিয়ে কারবারে পুঁজি সরবরাহ করেন।

৫. সত্তা

একমালিকানা ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই। মালিকের সত্তাকেই ব্যবসায়ের সত্তা বলা হয়।

৬. অসীম দায়

এ কারবারে মালিকের দায় অসীম। ব্যবসায়ের সব রকম দায়ের জন্য একমাত্র মালিক নিজেই দায়ী থাকেন।

৭. মুনাফা ও লোকসান

এ ব্যবসায়ের সব মুনাফা মালিক একাই ভোগ করেন এবং সব লোকসান মালিক নিজেই পূরণ করেন।

৮. বনেদি সংগঠন

প্রাচীনকাল থেকে এ ব্যবসায় সংগঠিত ও পরিচালিত হয়ে আসছে বলে এটি বনেদি সংগঠন হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর

৯. সরকারি বিধিবিধানমুক্ত

আইনের সৃষ্টি নয় বলে এটি সরকারি যাবতীয় বিধিবিধানমুক্ত।

১০. একক ঝুঁকি

এ ব্যবসায়ের সব ঝুঁকি একমাত্র মালিককেই বহন করতে হয়।

১১. পরিচালনা, ব্যবস্থাপনা ও তদারকি

এ ব্যবসায়ের যাবতীয় কার্যক্রমের পরিচালনা, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও তদারকি প্রত্যক্ষভাবে মালিক নিজেই করেন।

১২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

এ ব্যবসায়ের মালিক তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

Related Posts