Home » অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি আলোচনা কর
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি,

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি আলোচনা কর

by Susmi
0 comment

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না হলেও বাঞ্ছনীয় বটে। অংশীদারি আইনের ৫৬ হতে ৭১ ধারায় অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের বিভিন্ন বিধানের উল্লেখ করা হয়েছে। নিম্নে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো:

১. নির্ধারিত আবেদন পত্রে আবেদন

অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য দুই বা ততোধিক ব্যক্তিকে অংশীদারি আইনে নিবন্ধকের নিকট নির্ধারিত ফরমে নির্দিষ্ট ফিসহ আবেদন করতে হয়। আবেদন পত্রে নিম্নোক্ত বিষয়সমূহ উল্লেখ করতে হয়:

(ক) অংশীদারি ব্যবসায়ের নাম।

(খ) ব্যবসায়ের প্রধান কার্যালয়ের অবস্থান।

(গ) যে অবস্থানে ব্যবসায়ের শাখা আছে বা শাখা খোলা হবে সেসব স্থানের ঠিকানা।

(ঙ) ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি।

অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর

(৬) অংশীদারদের নাম, পেশা ও ঠিকানা।

(চ) অংশীদারদের ব্যবসায়ে যোগদানের তারিখ।

(ছ) ব্যবসায়ের মেয়াদ বা কার্যকাল।

২. আবেদন পত্রে স্বাক্ষর দান

আবেদন পত্রটি যথাযথভাবে সকল অংশীদার বা তাদের পক্ষে উপযুক্ত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত ও প্রত্যয়িত হতে হবে।

৩. নিবন্ধকের নিকট আবেদনপত্র দাখিল

যথাযথভাবে স্বাক্ষরিত আবেদন পত্রটি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধকের নিকট প্রয়োজনীয় ফিসহ জমা দিতে হবে।

৪. অংশীদারি ব্যবসায় নিবন্ধন

আবেদন পত্রটি নিবন্ধকের নিকট দাখিল করলে নিবন্ধক সবকিছু যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে তিনি তাঁর অংশীদারি ব্যবসায় নিবন্ধন বহিতে ব্যবসায় প্রতিষ্ঠানটির নাম লিপিবদ্ধ করলে ব্যবসায় প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয়েছে বলে গণ্য হবে।

৫. পরিবর্তন ও সংশোধন

নিবন্ধনের পর উপরোক্ত বিবরণীর কোনো পরিবর্তন বা সংশোধন করতে হলে তা নির্ধারিত ফি প্রদানপূর্বক নিবন্ধককে জানাতে হয়। যুক্তিসংগত কোনো বিষয় হলে নিবন্ধন বহিতে ঐ পরিবর্তন বা সংশোধন লিপিবদ্ধ করা হয়।

অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

৬. নিবন্ধন বহি পরিদর্শন ও নকল গ্রহণ

অংশীদারি ব্যবসায় নিবন্ধন বহি পরিদর্শন করা যায় বা যে কোনো ব্যক্তি নির্ধারিত ফি প্রদানপূর্বক এর অনুলিপি গ্রহণ করতে পারে।

উপসংহার

উপরোক্ত বিষয়গুলো যথাযথভাবে পালন করে যে কোনো অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা যায় এবং নিবন্ধিত হওয়ার পর নিবন্ধিত ব্যবসায় হিসেবে সকল প্রকার সুযোগসুবিধা ভোগ করার অধিকার লাভ করে।

Related Posts