আমরা সবাই টেলিটক শতবর্ষ সিম সম্পর্কে জানি। মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান টেলিটক “শতবর্ষ” প্যাকেজটি চালু করে। আজ এই আর্টিকেলের মাধ্যমে টেলিটকের শতবর্ষ সিমের অফার ও নানা তথ্য সম্পর্কে জানবো।
টেলিটক শতবর্ষ সিমের অফার – ফিচার, ট্যারিফ/চার্জেস
টেলিটক শতবর্ষ সিম ভয়েস কল (যেকোনো অপারেটরে) প্রতি মিনিটে মাত্র ৪৭ পয়সা চার্জ করে থাকে। এটি প্রতি সেকেন্ডকে পালস হিসেবে ধরে ২৪ ঘণ্টা। এই সিম থেকে যেকোনো অপারেটরে এসএমএস প্রেরণে বাংলায় মাত্র ২৫ পয়সা এবং ইংরেজিতে মাত্র ৫০ পয়সা চার্জ কাটে।
শতবর্ষ সিমের ট্যারিফ বা চার্জেস নিম্নোক্ত টেবলে দেখানো হলো-
বিবরণ | রেইট | সময় | |
---|---|---|---|
ভয়েস কল (যেকোন অপারেটরে) | ৪৭ পয়সা/মিনিট | ২৪ ঘণ্টা | |
পালস | ১ সেকেন্ড | ২৪ ঘণ্টা | |
এস এম এস (যেকোন অপারেটরে) | ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) | ২৪ ঘণ্টা | |
পে-পার-ইউজ | ১৫ কেবি/ ১ পয়সা | ২৪ ঘণ্টা |
এই সকল ট্যারিফে ভ্যাট, এসডি ও সারচার্জ প্রযোজ্য হবে।
টেলিটক শতবর্ষ সিমের প্যাকেজ
টেলিটক শতবর্ষ সিমটি ফ্রি পাবার জন্য গ্রাহককে প্রথমে ১০০ টাকা রিচার্জ করতে হবে। এই ১০০ টাকা রিচার্জে (একবার রিচার্জে) যা যা পাবেন তা হলো:
- মূল ব্যালেন্স ১০০ টাকা,
- ৩৩.৩৩ মিনিট ফ্রি ভয়েস কল,
- ৩৩ টি ফ্রি এসএমএস,
- ৫.৯৪ জিবি ডাটা, এবং
- এ সকল কিছুর মেয়াদ ৩০ দিন।
২য় মাসে যা যা পাবেন
- ৩৩.৩৩ ফ্রি মিনিট,
- ৩৩ টি ফ্রি এসএমএস,
- ৫.৯৪ জিবি ইন্টারনেট,
- এই সকল কিছুর মেয়াদ ৩০ দিন।
৩য় মাসে যা যা পাবেন
- ৩৩.৩৩ মিনিট ফ্রি ভয়েস কল,
- ৩৩ টি ফ্রি এসএমএস,
- ৫.৯৪ জিবি বোনাস ডাটা,
- এই সকল কিছুর মেয়াদ ৩০ দিন।
শতবর্ষ সিম স্পেশাল ইন্টারনেট অফার
- ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন।
- অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ করতে হবে।
- স্পেশাল ইন্টারনেট অফারটি মাসে ২ বার নেওয়া যাবে। অর্থাৎ ১৫ দিন পর একবার করে নেওয়া যাবে।
শতবর্ষ সিমের অন্যান্য তথ্যাবলি
১) টেলিটক শতবর্ষের ফ্রি অফারটি সিম অ্যাক্টিভেশনের পর একবারই পাওয়া যাবে, এবং মেয়াদ রিচার্জের দিন থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত।
২) ফ্রি মিনিট ও এসএমএস যেকোনো লোকাল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য।
৩) রিচার্জকৃত ১০০ টাকা মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
৪) পে-পার ইউজ একদিনে সর্বোচ্চ ৫ টাকা।
৫) বিদ্যমান সকল গ্রাহক (১০০ টাকা রিচার্জ অফার ব্যাতীত) টেলিটক এর শতবর্ষ প্যাকেজের অন্যান্য সকল অফারসমূহ উপভোগ করতে পারবেন।
৬) স্পেশাল ইন্টারনেট অফার টেলিটক শতবর্ষ সিম ও টেলিটক-এর সকল প্রিপেইড প্যাকেজের জন্যে প্রযোজ্য।
বিশেষ দ্রষ্টব্যঃ
- পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত টেলিটক স্পেশাল অফারটি চলবে।
- সকল ট্যারিফে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য হবে।
- ফ্রি টকটাইম এবং এসএমএস সকল লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে, তবে শর্ট কোড ছাড়া। যেমন- ১২১, ১৬২১৬।