Home » সামাজিক নীতি কি | সামাজিক নীতির সংজ্ঞা
সামাজিক নীতি কি

সামাজিক নীতি কি | সামাজিক নীতির সংজ্ঞা

by Susmi
0 comment

অনেক ধরনের নীতির মধ্যে যেসব নীতি সমাজ সংশ্লিষ্ট বা সরাসরি সামাজিক কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত সেগুলোই সামাজিক নীতি হিসেবে বিবেচিত। সামাজিক নীতি হচ্ছে একটি দেশের সার্বিক উন্নয়নের পথপ্রদর্শক। অনাকাঙ্ক্ষিত সামাজিক পরিস্থিতি, সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক সমস্যা ইত্যাদি দূর করে কাঙ্ক্ষিত সামাজিক পরিস্থিতি, জনগণের প্রয়োজন ও চাহিদা পূরণ এবং সামাজিক সমস্যা মোকাবিলার মাধ্যমে ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সামাজিক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে প্রণীত নীতিই সামাজিক নীতি।

সামাজিক নীতি কি?

সামাজিক নীতি বলতে সামাজিক সমস্যার  সমাধান ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে প্রণীত  নিয়মকানুনকে বুঝায়। একটি রাষ্ট্রে বিভিন্ন ধরনের নীতি থাকতে পারে। এর মধ্যে যেসব নীতি সমাজ সংশ্লিষ্ট বা সমাজকল্যাণে অবদান রাখে সেগুলোই সামাজিক নীতি।

আরও দেখুন:   সামন্তবাদের বৈশিষ্ট্য | সামন্তবাদ এর বৈশিষ্ট্য

প্রামাণ্য সংজ্ঞা

সমাজবিজ্ঞানী স্ল্যাক (Slake) বলেছেন, “শুধু সামাজিক দিক দিয়ে ব্যাপৃত হলেই তাকে সামাজিক নীতি বলা যায় না। যেসব নীতি জন কল্যাণের পথ নির্দেশ করে কেবল সে গুলোকেই সামাজিক নীতি বলা যেতে পারে।”

সামাজিক নীতিবিদ রিচার্ড এম. টিটমাস (Richard M. Titmuss) বলেন, “Social policy is a collective strategy to address social problems.” অর্থাৎ সামাজিক সমস্যা মোকাবিলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি।

‘Encyclopedia of Social work in India’ তে বলা হয়েছে, “Social policy is designed to specify social objectives, the manner of harnessing the available resources and the pattern of their deployment for achieving those objectives.”

T. H. Marshall এর মতে, “সামাজিক নীতি বলতে সরকারি নীতির সেই কার্যক্রমকে বুঝায় যার জনগণের কল্যাণের ওপর প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান এবং যা তাদের সেবা ও আয়ের ব্যবস্থা করে।”

পরিশেষে বলা যায় যে, সামাজিক নীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। উপর্যুক্ত বিষয়গুলো ছাড়াও জনকল্যাণের অন্তর্ভুক্ত সকল বিষয় সামাজিক নীতির পরিধিভুক্ত। সামাজিক উন্নয়ন নির্ভর করে সামাজিক নীতির ওপর। তাই সমাজের মানুষের জন্য প্রয়োজন সকল বিষয়ই সামাজিক নীতির আওতাভুক্ত।

আরও দেখুন:   বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশধারা আলোচনা

সামাজিক নীতি সম্পর্কিত আরো কিছু প্রশ্ন

১. সামাজিক নীতির মডেল কয়টি

উত্তর: ৭ টি।

২. সামাজিক নীতি মডেলগুলো কি কি

উত্তর: ১. এলিট মডেল, ২. প্রাতিষ্ঠানিক মডেল, ৩. স্বার্থদল মডেল, ৪. যৌক্তিক কর্মী মডেল,

৫. প্রশাসনিক মডেল, ৬. দরকষাকষি ও আপসমূলক মডেল এবং ৭. সিস্টেম মডেল।

৩. সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপ কয়টি।

উত্তর: ৯ টি।

৪. সামাজিক নীতির তিনটি পরিধি লেখ।

উত্তর: ক. সামাজিক নিরাপত্তা, খ. শিক্ষা ও গ. স্বাস্থ্য

৫. সামাজিক নীতির তিনটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, খ. জীবনমান উন্নয়ন এবং গ. বাস্তবভিত্তিক

৬. সামাজিক নীতির তিনটি মডেল উল্লেখ কর।

উত্তর: ক. এলিট মডেল, খ. প্রাতিষ্ঠানিক মডেল ও গ. উদ্ধৃত্ত নীতি মডেল।

৭. এলিট মডেল বলতে কি বুঝায়?

উত্তর: এলিট মডেল বলতে প্রভাবশালী ব্যক্তি বা দল দ্বারা সরকারি সামাজিক নীতি প্রণয়ন করাকে বুঝায়।

৮. সামাজিক নীতির কোন মডেলে সাধারণ মানুষের মতামতের কোনো প্রতিফলন ঘটে না?

উত্তর: এলিট মডেলে।

Related Posts