Home » প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য
প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য,

প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য

by Susmi
0 comment

প্রান্তীয় স্নায়ুতন্ত্র

স্নায়ুতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে সে অংশকে বুঝায়, যে অংশ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরে সমগ্র শরীরব্যাপী বিস্তৃত। এটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড থেকে বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গ ও সংবেদী কেন্দ্রসমূহে পৌঁছে সেসব স্থান থেকে মস্তিষ্ক ও মেরুরজ্জুতে পৌঁছেছে। এ প্রসঙ্গে মরগান বলেছেন, “প্রান্তীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও মেরুরজ্জুর সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হতে ভিন্নতর, যা সমস্ত স্নায়ুগ্রন্থি (কোষ দেহসমূহ) এবং মস্তিষ্ক ও মেরুরজ্জুর বাইরের স্নায়ুগুলোকে (স্নায়ুতন্ত্রসমূহ) অন্তর্ভুক্ত করে।” এ স্নায়ুতন্ত্র ১২ জোড়া করোটিক স্নায়ু এবং ৩১ জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। অসংখ্য স্নায়ুতন্ত্র নিয়ে একটি স্নায়ু গঠিত হয়।

সুষুম্নাকাণ্ড কাকে বলে ও সুষুম্নাকাণ্ডের কাজ

কতকগুলো প্রান্তীয় স্নায়ু মস্তিষ্ক থেকে নির্গত হয়েছে। এগুলোকে বলা হয় করোটিক স্নায়ু (Cranial Nerves)। এ স্নায়ুগুলো মস্তিষ্কে অবস্থিত বিভিন্ন ইন্দ্রিয়, যেমন- নাক, জিহবা, চোখ, কান প্রভৃতির সাথে যুক্ত হয়েছে। অন্যদিকে, কতকগুলো স্নায়ু সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু থেকে নির্গত হয়েছে। এগুলোকে মেরু স্নায়ু (Spinal Nerves) বলা হয়। এ স্নায়ুগুলো ত্বক, অস্ত্র, পেশী প্রভৃতিতে এসে মিশেছে। কাজের ধরনের ভিত্তিতে প্রান্তীয় স্নায়ু তিন ধরনের। যথা:

i. খাঁটি সংবেদী অন্তর্বাহী স্নায়ু (Pure Sensory Nerve);

ii. খাঁটি চেষ্টীয় বা বহির্বাহী স্নায়ু (Pure Motor Nerve) এবং

iii. মিশ্র স্নায়ু (Mixed Nerve)।

প্রান্তীয় স্নায়ুতন্ত্রের গঠন ও শ্রেণিবিভাগ সম্পর্কে N. L. Munn বলেছেন, “প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটি প্রধান শ্রেণির উল্লেখ পাওয়া যায়। যার একটি হলো ঐচ্ছিক (Somatic) এবং অপরটি হলো স্বয়ংক্রিয় (Autonomic) স্নায়ুতন্ত্র।

ব্ল্যাক হোলের বাচ্চা : মুহম্মদ জাফর ইকবাল - Black Holer Baccha: Muhammod Zafar Iqbal

TK. 240 TK. 206

মরগান ও অন্যান্যদের মতে, “The peripheral nervous system has two divisions the somatic feverous system and the autonomic nervous system.” অর্থাৎ, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটি বিভাগ রয়েছে। দৈহিক বা ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।

মস্তিষ্ক সম্পর্কে তথ্য: মস্তিষ্কের গঠন ও কাজ

প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি। যথা:

১. ঐচ্ছিক স্নায়ুতন্ত্র (Somatic nervous system) এবং ২. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (Autonomic nervous system)।

কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য

স্নায়ুতন্ত্রের দুটি অংশ রয়েছে। এর একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অপরটি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। উভয়ের মধ্যে অনেক দিক থেকে সাদৃশ্য পরিলক্ষিত হলেও কতিপয় বিষয়ে এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য ছক আকারে তুলে ধরা হলো:

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র
১. মস্তিষ্ক এবং মেরুরজ্জু নিয়ে যে স্নায়ুতন্ত্র গঠিত তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে। অন্যদিকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে সে অংশকে বুঝায়, যে অংশ মস্তিষ্ক ও মেরুরজ্জুর বাইরে সমগ্র শরীরব্যাপী বিস্তৃত।
২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র চিন্তন, প্রত্যক্ষণ, আবেগ, অনুভূতি, সংবেদন, বুদ্ধি প্রভৃতি কার্যসম্পাদনের সাথে জড়িত। অপরদিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, শ্বাসযন্ত্র, পাচনতন্ত্র, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি প্রভৃতির কাজ নিয়ন্ত্রণ করে।
৩. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাহ্যিক পরিবেশের উপযোগী প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, দেহের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র।
৪. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন অত্যন্ত জটিল, কিন্তু এর কার্যক্রম বুদ্ধিবৃত্তিক। অপরদিকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটীয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত।
৫. এটি প্রাণীর সার্বিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। ৫. মস্তিষ্ক থেকে বেরিয়ে ১২ জোড়া করোটীয় স্নায়ু শরীরের উর্ধ্বাংশ পর্যন্ত বিস্তৃত।
৬. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র শরীরের উপরাংশে অবস্থিত। অন্যদিকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র শরীরের উপরাংশে শুরু হয়ে সমস্ত শরীরে ব্যাপৃত।

Related Posts