Home » সাইকোসিস কি বা কেন হয়? এ রোগের লক্ষণ গুলো কি কি?
সাইকোসিস কি, সাইকোসিস কেন হয়, সাইকোসিস রোগের লক্ষণ,

সাইকোসিস কি বা কেন হয়? এ রোগের লক্ষণ গুলো কি কি?

by Susmi
0 comment

সাইকোসিস কি

মনোবিকার বা সাইকোসিস বলতে একগুচ্ছ মানসিক রোগকে বুঝায়, যা ব্যক্তির সামগ্রিক আচরণে নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এ রোগে আক্রান্তদের বুদ্ধি, আবেগ ও ব্যক্তিত্বের অবনতি ঘটে, নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এবং বাস্তবের সাথে সম্পর্ক ছিন্ন হয়। এ শ্রেণির রোগীরা সমাজজীবনে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়।

মনোবিজ্ঞান শব্দকোষ‘-এ মনোবিকার সম্পর্কে বলা হয়েছে, “মনোবিকার জটিল মানসিক রোগ, এর প্রধান উপসর্গ হলো বাস্তব হতে বিচ্ছিন্নতা বা অপসারণ, অলীক প্রত্যক্ষণ ও ভ্রান্ত ধারণা এবং আবেগের অস্বাভাবিকতা। সাধারণত এরূপ রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে হয়।”

নিউরোসিস কাকে বলে ও নিউরোসিস রোগের লক্ষণ সমূহ

আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন এর ব্যাখ্যানুযায়ী, “মনোবিকার হলো মানসিক অসুস্থতা এবং মস্তিষ্কের ক্ষতি বা ত্রুটি।”

সুতরাং বলা যায়, মনোবিকার বা সাইকোসিস হচ্ছে এমন একটি তীব্র মানসিক ব্যাধি যা ব্যক্তির আবেগ ও বুদ্ধির অবনতি এবং ব্যক্তিত্বের ব্যাঘাত ঘটায়। ফলে রোগী নিয়ন্ত্রণহীন ও অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করে। এছাড়া রোগীর চিন্তায় অক্ষমতা, উদাসীনতা, ভ্রান্তবিশ্বাস প্রভৃতি লক্ষণ দেখা দেয়।

সাইকোসিস রোগের লক্ষণ

মনোবিকার বা সাইকোসিস রোগের লক্ষণসমূহ নিম্নে তুলে ধরা হলো:

১. রোগীদের মধ্যে যে কোন কিছুতেই ভ্রান্ত বিশ্বাস দেখা দেয়। পাপবোধ, অপরাধ, ব্যাধিগ্রস্ততা প্রভৃতি ব্যাপারে রোগী বিভ্রান্তিতে ভুগে।

২. মনোবিকার রোগের আরেকটি লক্ষণ হলো রোগী বাস্তব কোন উদ্দীপক ছাড়াই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষণ করে থাকে।

৩. রোগীর পরিবেশের সাথে সামঞ্জস্যবিধান করে চলতে পারে না।

৪. রোগী মনে করে সে ঈশ্বরের কাছ থেকে বাণী’ লাভ করে।

৫. রোগী প্রায়ই অলীক প্রত্যক্ষণে ভুগে এবং সে ঘ্রাণ নেয়া, স্পর্শ করা, স্বাদ নেয়া প্রভৃতি বিষয়ে অলীক প্রত্যক্ষণ ঘটায়।

৬. রোগীর শত্রুরা তাকে সবসময় তাড়া করে বলে ধরে নেয়।

৭. রোগীর প্রচণ্ড ক্লান্তি, জ্বর, মাদকসেবন থেকেও অলীক প্রত্যক্ষণ হতে পারে।

Related Posts