Home » ইন্টারনেট অনুচ্ছেদ রচনা class 10 | বাংলা অনুচ্ছেদ ইন্টারনেট
ইন্টারনেট অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ ইন্টারনেট

ইন্টারনেট অনুচ্ছেদ রচনা class 10 | বাংলা অনুচ্ছেদ ইন্টারনেট

by Susmi
0 comment

ইন্টারনেট অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ ইন্টারনেট সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো ইন্টারনেট অনুচ্ছেদ।

কম্পিউটার অনুচ্ছেদ for class 10 | অনুচ্ছেদ কম্পিউটার class 7

ইন্টারনেট অনুচ্ছেদ

‘ইন্টারনেট’ শব্দটি ইন্টার-নেটওয়ার্কের (Inter-network) সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেট এমন এক প্রযুক্তি, যা সারা বিশ্বজুড়ে পরস্পরের সাথে সংযুক্ত অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত। আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা বা তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হলো ইন্টারনেট। ইন্টারনেট ব্যবস্থায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিকাঠামো কম্পিউটারসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক তথ্য-যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। ১৯৬০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে এ যোগাযোগব্যবস্থা গড়ে তোলে। সেটিই সূচনা। বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট যোগাযোগব্যবস্থার প্রধান মাধ্যম। তথ্য আদান-প্রদান ও সংগ্রহ, সংবাদপত্র পড়া, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শোনা ইত্যাদি তথা মানুষের পুরো জীবনব্যবস্থাই হয়ে উঠেছে ইন্টারনেটনির্ভর। ফলে মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে সহজ এবং সাশ্রয়ী। ইন্টারনেট পৃথিবীর দূরত্বকে কমিয়ে দিচ্ছে। পুরো পৃথিবী ক্রমান্বয়ে গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে এর সুফল ভোগ করছে। আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।

একুশে বইমেলা অনুচ্ছেদ class 7 | অনুচ্ছেদ একুশে বইমেলা

তো কেমন লেগেছে ইন্টারনেট অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts