Home » বৈশাখী মেলা অনুচ্ছেদ class 10 | অনুচ্ছেদ বৈশাখী মেলা class 7
বৈশাখী মেলা অনুচ্ছেদ, অনুচ্ছেদ বৈশাখী মেলা,

বৈশাখী মেলা অনুচ্ছেদ class 10 | অনুচ্ছেদ বৈশাখী মেলা class 7

by Susmi
0 comment

বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ বৈশাখী মেলা সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো বৈশাখী মেলা অনুচ্ছেদ।

অনলাইন ক্লাস অনুচ্ছেদ বাংলা | অনুচ্ছেদ অনলাইন ক্লাস

বৈশাখী মেলা অনুচ্ছেদ

বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা। শহরের তুলনায় গ্রামে এ মেলা অধিকতর জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। এ মেলায় সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এটি কোনো ধর্মীয় ঐতিহ্যনির্ভর নয় বরং এটি বাঙালির সর্ববৃহৎ সর্বজনীন উৎসব। মেলায় চিরায়ত বাঙালির ঐতিহ্য, রীতি-প্রথা ফুটে ওঠে। প্রাচীন বাংলার নানা সংস্কৃতি যেমন- যাত্রা, পুতুলনাচ, সার্কাস, বায়োস্কোপ, নাগরদোলা ইত্যাদি মেলার প্রধান আকর্ষণ। বৈশাখী মেলাতে নানারকম কুটিরশিল্পজাত সামগ্রী, মাটির হাঁড়ি, বাসন-কোসন, পুতুল, বেত ও বাঁশের তৈরি তৈজসপত্র, খেলনা, তালপাতার পাখা প্রভৃতি পাওয়া যায়। এছাড়া চিড়া, মুড়ি, খৈ, বাতাসাসহ নানারকম মিষ্টান্নের বৈচিত্র্যময় সমারোহ বৈশাখী মেলায়। বর্তমানে এ মেলা সর্ববৃহৎ লোকজ মেলায় পরিণত হয়েছে। এটি মূলত গ্রামীণ জীবনের অনন্য প্রতিফলন। বর্তমানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরেও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাকার রমনা পার্কে অস্থায়ী মেলা বসে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের সড়কে বিভিন্ন দ্রব্যসামগ্রীর পসরা বসিয়ে মেলার আবহ তৈরি করা হয়।

মেট্রোরেল অনুচ্ছেদ বাংলা | অনুচ্ছেদ মেট্রোরেল

তো কেমন লেগেছে অনুচ্ছেদটি? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts