Home » সত্যবাদিতা অনুচ্ছেদ ক্লাস 6 | বাংলা অনুচ্ছেদ সত্যবাদিতা
সত্যবাদিতা অনুচ্ছেদ, অনুচ্ছেদ সত্যবাদিতা, অনুচ্ছেদ রচনা সত্যবাদিতা,

সত্যবাদিতা অনুচ্ছেদ ক্লাস 6 | বাংলা অনুচ্ছেদ সত্যবাদিতা

by Susmi
0 comment

সত্যবাদিতা অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ রচনা সত্যবাদিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো সত্যবাদিতা অনুচ্ছেদ।

জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ

সত্যবাদিতা অনুচ্ছেদ

সত্যবাদিতা মানবচরিত্রের মৌলিক সৎ গুণাবলির অন্যতম। পবিত্র কোরআন ও হাদিসে সত্য কথা বলা, সত্যের পক্ষে অবস্থান করা এবং সত্যবাদীদের সঙ্গী হওয়ার ব্যাপারে অসংখ্য নির্দেশ এসেছে। সত্য কথা বলা, সত্যের সঙ্গে থাকা এবং মিথ্যার পরিবর্তে সত্যকে গ্রহণ করাই সত্যবাদিতা। সত্য মানুষকে মুক্তি প্রদান করে, পক্ষান্তরে মিথ্যা বিভ্রান্তিসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। সত্যবাদিতা কেবল একজন মানুষের ধর্মীয় জীবনের ক্ষেত্রে নয়, ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক পরিমণ্ডল, সামাজিক পরিমণ্ডল এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি অর্জন করার ক্ষেত্রে সহায়তা করে। সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে। আলোকিত একজন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সত্যবাদিতা প্রথম ও প্রধান গুণ হিসেবে বিবেচিত। সত্যবাদিতাকে তুচ্ছ করে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন- এমন ইতিহাস ১ পৃথিবীতে আগে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও সৃষ্টি হবে না। কারণ সত্য সব ভালো স্বভাব বা সব শুভ্রতার ‘মা’। একজন সত্যবাদী মানুষের সংস্পর্শ ধীরে ধীরে সত্যের পথে ধাবিত করবে, পক্ষান্তরে মিথ্যাবাদী একজন মানুষের সংস্পর্শ মিথ্যার দিকেই পরিচালিত করে। আমাদের জীবন থেকে এখন সত্যবাদিতা বিদায় নিচ্ছে। সত্যবাদী মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। সামান্য থেকে সামান্য কারণেও সত্য কথাকে ত্যাগ করছি আমরা। সত্যবাদিতা প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণ এবং ঝামেলামুক্তভাবে বসবাস করতে সহযোগিতা করে। তাই আমাদের সকলের উচিত সত্য কথা বলা, সত্যের সাথে থাকা, সত্যের প্রচারে আত্মনিয়োগ করা এবং সকল মিথ্যাকে পরিহার করা।

কর্মমুখী শিক্ষা অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ কর্মমুখী শিক্ষা

তো কেমন লেগেছে জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts