Home » সৎসঙ্গ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ সৎসঙ্গ
সৎসঙ্গ অনুচ্ছেদ, অনুচ্ছেদ সৎসঙ্গ,

সৎসঙ্গ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ সৎসঙ্গ

by Susmi
0 comment

সৎসঙ্গ অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ সৎসঙ্গ সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো সৎসঙ্গ অনুচ্ছেদ।

জাতীয় শোক দিবস অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ জাতীয় শোক দিবস

সৎসঙ্গ অনুচ্ছেদ

সৎ, ন্যায়বান, সুবিবেচক মানুষের সঙ্গই হচ্ছে সৎসঙ্গ। যে সঙ্গ বা সান্নিধ্য থেকে সুপরামর্শ, সদুপদেশ এবং কল্যাণধর্মিতার পরিচয় লাভ করা যায় তাকে সৎসঙ্গ হিসেবে বিবেচনা করা যায়। মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু মানুষ সেরা হয়ে জন্মগ্রহণ করে না এবং সে এককভাবে পরিপূর্ণ নয়। বিভিন্ন লোকের সান্নিধ্য ও সহযোগিতায় মানুষের জীবনের বিকাশ ঘটে। এসব মানুষের মধ্যে যারা উপকারী ও কল্যাণকামী তাদের সঙ্গই সৎসঙ্গ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অন্যের সাহায্য – সহযোগিতা গ্রহণ করে মানব জীবনের কর্মপ্রবাহ অগ্রসর হয় সামনের দিকে। বাইরে থেকে সহায়তা এসে সে প্রবাহকে পুষ্ট করে এবং তাকে গন্তব্যে পৌছতে সহায়তা দেয়। এই সহায়ক মনোভাব সম্পন্ন ব্যক্তির সান্নিধ্যই সৎসঙ্গ। যৌথ জীবনের অনুসারী মানুষ। জীবন যাপনের পথে সুষ্ঠু এবং সুন্দর গন্তব্যে পৌছার সাধনাই মানুষের। যে সব বন্ধু সৎ পরামর্শ দিয়ে, উদার সহযোগিতা দানের মাধ্যমে লক্ষ্য অর্জনে এগিয়ে দেয় তাদের সাহচর্যই সৎসঙ্গ। কল্যাণকামী বন্ধুরা বা সঙ্গীরা সাহায্য করে জীবনকে গড়ে তোলার জন্যে। সৎসঙ্গীরা জীবনকে অর্থবহ এবং সুন্দর করে তোলে, তাই সৎসঙ্গ চিরদিন মানুষের কাম্য।

মহানবী হযরত মুহম্মদ (স) বলেছেন, “সৎসঙ্গের তুলনা আতর বিক্রেতার তুল্য। সে তোমাকে দিক বা না দিক, তুমি তার সুগন্ধি পাবেই।” জীবনে কোনো সঙ্গী না থাকলে অসহায় অবস্থার সৃষ্টি হয়। নানা সংকটের সময়ে সঙ্গী বা সুহৃদের সহায়তা অনেক উপকারে আসে। বুদ্ধি, পরামর্শ ও সহায়তার মাধ্যমে বন্ধুর সমস্যা দূর করে যথার্থ সৎসঙ্গীর পরিচয় দেয় মানুষ। তাই সৎসঙ্গীর প্রয়োজনীয়তা মানব জীবনকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। যেখানে নিজের বুদ্ধি কুলিয়ে উঠতে পারে না, সেখানে সৎসঙ্গীর পরামর্শ অনেক সময় সাফল্য এনে দিতে পারে। কিন্তু সঙ্গী যদি অসৎ হয় তবে ফল হতে পারে তার বিপরীত। মানুষের জীবন অন্যের ওপর নির্ভরশীল বলে সঙ্গী ছাড়া চলে না। অনেকেই বন্ধুর ছদ্মবেশ ধারণ করে সর্বনাশ করার জন্যে এগিয়ে আসে।

মে দিবস অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ মে দিবস

‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’ – এই সুপ্রাচীন প্রবাদ থেকে মানব জীবনে সৎসঙ্গের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা করা যায়। তাই সৎসঙ্গ লাভের জন্যে বন্ধু নির্বাচনের প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ। যাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে তাদের আচার আচরণ, তাদের কার্যকলাপ, তাদের প্রকৃতি ও প্রবৃত্তি সম্পর্কে আগেই ধারণা নিতে হবে। সমমনা না হলে সৎসঙ্গ আশা করা যায় না। সৎসঙ্গের কল্যাণে সামাজিক পরিবেশ সুন্দর হয়। মানুষ সেখানে সুখের সন্ধান পায়। জীবনের গঠনে, জীবনের বিকাশে এবং জীবন যাপনে সৎসঙ্গের উপকারিতা ও গুরুত্ব অনেক।

তো কেমন লেগেছে সৎসঙ্গ অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts