Home » বাংলাদেশের নদী অনুচ্ছেদ
বাংলাদেশের নদী অনুচ্ছেদ

বাংলাদেশের নদী অনুচ্ছেদ

by Susmi
0 comment

বাংলাদেশের নদী অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ বাংলাদেশের নদী সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো বাংলাদেশের নদী অনুচ্ছেদ।

সৎসঙ্গ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ সৎসঙ্গ

বাংলাদেশের নদী অনুচ্ছেদ

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের মধ্য দিয়ে জালের মতো ছোট – বড় অসংখ্য নদ নদী বয়ে গেছে। নদীগুলো আামাদের দেশের মাটিকে যেমন উর্বর করেছে তেমনি সাধারণ মানুষের জীবিকা ও যোগাযোগের ক্ষেত্রে ও অনেক অবদান। রেখে চলছে। নদীই আমাদের দেশের প্রাণ। এদেশের অর্থনীতি নদীগুলোর ওপর বিশেষভাবে নির্ভরশীল। বাংলাদেশের প্রধান প্রধান নদ- নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র। এছাড়া রয়েছে ছোট বড় বহু শাখা নদী। যেমন – ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, আত্রাই, গড়াই, তিস্তা, কুশিয়ারা কর্ণফুলি ও মধুমতিসহ আরো অনেক নদী। একেক নদী একেক রূপ ধারণ করে। বর্ষায় আবার আরেক রূপ। মনে হয় যেন কোনো চিত্রশিল্পী রং তুলি দিয়ে এঁকে রেখেছে। নদীর -শোভা সত্যিই মনোরম। নদীর দু’ধারের কাশবন ও গাছপালা দেখতে অপরূপ লাগে। নদীর বুকে পালতোলা নৌকা সকলকে মুখ করে। বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে নদী ও মালপত্র আনানেওয়ার জন্য নদীপথই সেরা। জেলেরা নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। শুকনো মৌসুমে নদী থেকে জল সেচের মাধ্যমে শস্য উৎপাদন করা হয়। সব মিলে আমাদের প্রাত্যহিক ও জাতীয় জীবনে নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদ নদীর কারণেই আমাদের এদেশ সুজলা-সুফলা ও শস্য – শ্যামলা। এদেশের মাটি, মানুষ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে নদ নদীর সম্পর্ক অত্যন্ত গভীর।

জাতীয় শোক দিবস অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ জাতীয় শোক দিবস

তো কেমন লেগেছে বাংলাদেশের নদী অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts