আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ আমার প্রিয় শিক্ষক সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ।
বাংলাদেশের নদী অনুচ্ছেদ |
আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ
আমার প্রিয় শিক্ষক রইস মনরম। তিনি মোহনগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। শুধু আমিই নই, আমার বাবাও তাঁর ছাত্র। অথচ তাঁকে দেখে মনে হয় তিনি যেন এখন ও যুবক। আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আবার ভয়ও পাই বেশি। তিনি এতো ভালো পড়ান যা বলে প্রকাশ করতে পারবো না। বাংলা ব্যাকরণের মতো কঠিন বিষয়কেও খুব সহজ করে উপস্থাপন করেন তিনি। শুধু শিক্ষক হিসেবেই নয়, সমাজের একজন বিদ্যুৎবাহী ব্যক্তি হিসেবেও তিনি সমাধিক পরিচিত। নানা ধরনের সমাজ সেবামূলক কাজেও আমরা তাঁকে দেখতে পাই। একজন সাধারণ মানুষ হিসেবেও তিনি অনুসরণযোগ্য। তাঁর মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে যাওয়ার দৃশ্য যতবার দেখেছি, ততবারই প্রতিজ্ঞাবদ্ধ, হয়েছি দেশের কল্যাণে কাজ করার জন্য। প্রজন্মের পর প্রজন্মকে তিনি আলোর সন্ধান দিচ্ছেন। অথচ মনে এতটুকু অহংকার নেই। তাঁর বিনয়ী ব্যবহার আর আন্তরিকতার কারণেও সবাই তাঁকে এত ভালোবাসে। আমাদেরকে বোঝাতে তিনি কতভাবেই না চেষ্টা করেন। তিনি আমার আদর্শ। বড় হয়ে আমি তাঁর মতই একজন আদর্শ মানুষ হতে চাই।
সৎসঙ্গ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ সৎসঙ্গ |
তো কেমন লেগেছে অনুচ্ছেদটি? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।