একুশে বইমেলা অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ একুশে বইমেলা সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো একুশে বইমেলা অনুচ্ছেদ।
জন্মদিনের সন্ধ্যা অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ জন্মদিনের সন্ধ্যা |
একুশে বইমেলা অনুচ্ছেদ
বাঙালির ইতিহাসে ফেব্রুয়ারির একুশ তারিখ খুবই তাৎপর্যবাহী ও গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ইতিহাস ও সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম হলো অমর একুশে গ্রন্থমেলা। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি এ গ্রন্থমেলার আয়োজন করে। একাডেমির মাঠে ফেব্রুয়ারি মাসজুড়ে এ মেলা চলে। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে বইমেলার আয়তন বৃদ্ধি করে সোহরাওয়াদী উদ্যানে সম্প্রসারিত করা হয়েছে। বইমেলায় প্রকাশকরা নানা সাজে বইয়ের স্টল বা দোকান সাজিয়ে বসেন। মেলা উপলক্ষ্যে প্রচুর নতুন বই প্রকাশিত হয়। প্রতিষ্ঠিত ও জনপ্রিয় লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইও পাওয়া যায় এখানে। বইয়ের আকর্ষণে বইপ্রেমী মানুষেরা প্রতিদিন মেলায় ছুটে আসে। সাধারণ মানুষের পাশাপাশি লেখক, ভাষাবিদ ও বরেণ্য সব ব্যক্তিত্ব বইমেলায় আসেন। লেখক ও পাঠকদের অন্যরকম এক মিলনমেলা তৈরি হয় এ বইমেলায়। এটি বাংলা একাডেমির একটি মহৎ উদ্যোগ ও মহা আয়োজন। এ মেলার ফলে পাঠকরা এক জায়গা থেকেই তাঁদের পছন্দের বই কিনতে পারেন। এছাড়া বই কেনার প্রতি সাধারণ মানুষের আগ্রহও তৈরি হয়। একুশের বইমেলা আমাদের মধ্যে সাহিত্য-সংস্কৃতিবোধ জাগ্রত করে। এ বইমেলা এখন আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সরকার ও বাংলাদেশ সৃজনশীল পুস্তক সমিতি ঢাকার বাইরে প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করে বইমেলার প্রতি ও বইয়ের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছেন।
পদ্মা নদী অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ পদ্মা নদী |
তো কেমন লেগেছে একুশে বইমেলা অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।