Home » ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ, অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ,

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ

by Susmi
0 comment

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ রচনা অথবা অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন? সামনে আপনার পরীক্ষা? খুব সুন্দর প্রিপারেশন নিতে চাচ্ছেন? নোট করার সময় পাচ্ছেন না? তাহলে চিন্তার আর কারণ নেই। ‘গুরুগৃহ’ ব্লগ সবসময় ছাত্র/ছাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ নোটগুলো সংগ্রহ করে অনলাইনে আপলোড করে থাকে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন এই ব্লগে। তারই ধারাবাহিকতায় আজকে আপলোড করা হলো ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ।

বাংলা নববর্ষ অনুচ্ছেদ | অনুচ্ছেদ বাংলা নববর্ষ

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ

‘ডিজিটাল বাংলাদেশ’ একটি উজ্জ্বল সম্ভাবনার নাম। বর্তমানে বাংলাদেশে এ ধারণাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ বলতে মূলত বোঝায় দেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার একটি সুনির্দিষ্ট প্রত্যয়কে। ২০২১ সালে উদ্যাপিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ের মধ্যেই ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। তবে এ বিষয়ে স্বপ্ন দেখা যতটা সহজ, তাকে বাস্তব রূপ প্রদান করা ততটাই কঠিন।

একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন তা পরিপূর্ণভাবে ‘ই- স্টেট’-এ পরিণত হবে। অর্থাৎ ওই দেশের যাবতীয় কার্যাবলি যেমন: সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যাবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে একটি আধুনিক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা। শাসনব্যবস্থার প্রতিটি ধাপে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা হবে। সুতরাং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার মূল ভিত্তি হলো তথ্যপ্রযুক্তির শক্তিশালী কাঠামো। বাংলাদেশ ধীরে ধীরে এই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। তবে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করতে পারিনি। সমগ্র দেশের বিদ্যুতের ব্যবস্থা এখনো নিরবচ্ছিন্ন করা যায়নি। তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তথ্যপ্রযুক্তিকে উত্তমরূপে করায়ত্ত করার জন্য ইংরেজি ভাষায় দখল থাকা একান্ত জরুরি। এ বিষয়েও আমাদের দুর্বলতা রয়েছে।

বাংলাদেশের কৃষক অনুচ্ছেদ | বাংলা অনুচ্ছেদ বাংলাদেশের কৃষক

আশার কথা হলো, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বেশ দ্রুত ঘটছে। জীবনের নানা প্রয়োজনীয় কাজে আমরা ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছি। এই ধারাবাহিকতা বজায় থাকলেই আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে।

তো কেমন লেগেছে ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ? আশাকরি ভালোই লেগেছে। এরকম আরও নানা অনুচ্ছেদ পেতে ব্লগটির সাথেই থাকুন।

Related Posts