Home » ই-কমার্সের সুবিধা গুলো কি কি? – আলোচনা কর
ই-কমার্সের সুবিধা গুলো কি কি,

ই-কমার্সের সুবিধা গুলো কি কি? – আলোচনা কর

by Susmi
0 comment

ই-কমার্সের সুবিধা

ই-কমার্সের প্রভাব শুধু প্রতিষ্ঠান কিংবা ভোক্তাদের উপরে পড়ে না, সামাজিক জীবনেও এর প্রভাব বিদ্যমান। নিচে ই-কমার্সের সুবিধা বা উপকারিতা গুলো বর্ণনা করা হলো:

১. প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুবিধা

  • ই-কমার্স কোনো প্রতিষ্ঠানকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে সাহায্য করে। ই-কমার্সের মাধ্যমে অল্প মূলধনে কোনো কোম্পানি অনেক বেশি ভোক্কা বা ক্রেতা, সরবরাহকারী কিংবা সর্বোত্তম ব্যবসায়িক সহযোগী পেতে পারেন।
  • ই-কমার্স তথ্য প্রক্রিয়াকরণের বিভিন্ন খরচাদি যেমন -তৈরি করা, বিতরণ করা, সংরক্ষণ করা, পড়া ইত্যাদি কার্যক্রমের খরচ ব্যাপকভাবে হ্রাস করে।
  • ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
  • ই-কমার্স সময় বাঁচায় এবং অতি দ্রুত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়।
  • যোগাযোগ খরচ কমায়।
  • উন্নত ভোক্তা সুবিধাসহ অনেক সুবিধা প্রদান করে। প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে আনে।
ই-কমার্স কত প্রকার ও কি কি?

২. ভোক্তার ক্ষেত্রে সুবিধা

  • ই-কমার্সের মাধ্যমে কোনো ভোক্তা যে কোনো অবস্থান থেকে যে কোনো সময় শপিং করতে পারেন। অর্থাৎ ২৪ ঘণ্টায় যে কোনো সময়ে অর্ডার প্রদান করা যায়।
  • একজন ভোক্তা ইচ্ছেমতো তার পণ্য যে কোনো বিতরণকারী প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন।
  • যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে ই-কমার্সের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় করা যায় বলে পণ্য তুলনামূলকভাবে সহজলভ্য হয় এবং সেবার খরচও কম লাগে।
  • অত্যন্ত দ্রুত পণ্য ভোক্তার হাতে পৌছায়।
  • ভোক্তা কয়েক সেকেন্ডের মধ্যে কোনো অনুসন্ধানের জবাব পেয়ে থাকেন।
  • অন্যান্য ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অভিজ্ঞতার বিনিময় করতে পারেন।
  • সমাজের ক্ষেত্রে সুবিধা
  • ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে মানুষ সকল কাজ-কর্ম করতে পারে বলে বাইরে বের হওয়ার প্রয়োজনীয়তা কমে। এ কারণে যান জটের সম্ভাবনা কমে এবং কম বায়ু দূষণ হয়।
  • ই-কমার্সের মাধ্যমে কম আয়ের লোকজনও স্বল্প মূল্যে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। কারণ ব্যবসায়ী অনেক সময় কম মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকেন।
  • তৃতীয় বিশ্বের দরিদ্র জনগণের জন্য ই-কমার্স পণ্য দ্রব্য এবং সেবা এমনভাবে পৌঁছে দিতে পারে যা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। এদের মধ্যে ঘরে বসে প্রফেশনাল ডিগ্রী কলেজের ডিগ্রী নেয়া উল্লেখযোগ্য।
  • স্বাস্থ্য, শিক্ষা, জনসেবা ইত্যাদি বিষয়ক কার্যক্রম সহজেই কম খরচে এবং উন্নত মানের প্রদান করা যায়।
অনলাইন মার্কেটিং বলতে কি বুঝায়? অনলাইন মার্কেটিং এর সুবিধা আলোচনা কর

Related Posts